জামায়াতের সাথে নামাজ পড়ার ফজিলত | holyquraninfo.com

নামাজ একাকী এবং জামায়াতের সহিত উভয়ভাবেই আদায় করা যায় ।কিন্তু একাকী নামাজ আদায় করা অপেক্ষায় জামায়াতের সাথে
নামাজ আদায় করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় ।

জামায়াতের সাথে নামাজ শুধু পুরুষ লোকেরাই আদায় করতে পারবে মহিলারা নয় । মহিলারা নিজ গৃহে একাকী নামাজ আদায় করবে ।

জামায়াতের সাথে নামাজ আদায় করলে অনেক ফজিলত পাওয়া যায় । হাদিস শরিফে বলা হয়েছে , হজরত ওমর (রা) হতে বর্ণিত , হজরত
মুহাম্মাদ (সা) বলেছেন , একাকী নামাজ হতে জামায়াতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুন বেশি সওয়াব পাওয়া যায় ।

 

অন্য একটি হাদিসে বর্ণনা করা হয়েছে , হজরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত , হজরত মুহাম্মাদ (সা) বলেছেন , যে নামাজ জামায়াতে
আদায় করা হয় তা একাকী নামাজ আদায় করা অপেক্ষা পঁচিশ গুন বেশি সওয়াব পাওয়া যায় ।

 

কেননা মানুষ যখন উত্তমরূপে অজু করে নামাজ পরার নিয়তে মসজিদের দিকে গমন করে তখন ঐ ব্যক্তির প্রতি কদমে একটি করে নেকি
বৃদ্ধি পায় এবং আক্ত করে গুনাহ মাফ করে দেয়া হয় ।

কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য
মাগফেরাত ও রহমতের জন্য দোয়া করতে থাকে ।

আর মসজিদে পৌঁছে সে যতক্ষণ জামায়াতে নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতে থাকে , ততক্ষণ সে ব্যক্তি নামাজের সওয়াব পেতে
থাকে ।

(বুখারি শরিফ) উপ্রের দুইটি হাদিসে দুই রকম সওয়াবের কথা বলা হয়েছে ,অর্থাৎ প্রথম হাদিসে সাতাশ গুন সওয়াবের কথা বলা হয়েছে আর দ্বিতীয় হাদিসে
পঁচিশ গুন সওয়াবের কথা বলা হয়েছে । সওয়াবের এই পার্থক্য সম্পর্কে ওলামায়ে কেরামগন অনেক যুক্তি দেখিয়েছেন ।

 

তারমধ্যে একটি হল “ইখলাছ” অর্থাৎ আন্তরিকতার তারতম্যের কারনে সওয়াবের পার্থক্য হয়ে থাকে । আবার অনেকে বলেন জামায়াতে
নামাজ আদায় করার সওয়াব পঁচিশ গুনই কিন্তু ফজর ও এশার নামাজের জামায়াতে শরিক হওয়া অন্য তিন ওয়াক্ত নামাজের জামায়াতের
শরিক হওয়ার বেশি কষ্ট কর ।

তাই এ দুই ওয়াক্ত নামাজের জামায়াতের শরিক হওয়ার জন্য দুই গুন বেশি সওয়াবের কথা বলা হয়েছে ।হাদিসে ব্যাখ্যা কারীদের মধ্যে আবার অনেকেই বলেন , প্রথম হাদিসে সাতাশ গুনের কথা বলা হয়েছে কিন্তু দ্বিতীয় হাদিসে পঁচিশ গুনের
কথা বলা হয় নাই বরং পঁচিশ ডবল বলা হয়েছে ।

 

অর্থাৎ একাকী নামাজ পরলে যে সওয়াব পাওয়া যায় তাকে পচিশবার দ্বিগুণ করলে যে সওয়াব জামায়াতে নামাজ আদায় করলে তত সওয়াব
পাওয়া যায় ।

 

হজরত জিবরাঈল (আ) বলেছেন ,পৃথিবীর জমিনে কত ফোঁটা বৃষ্টির পানি পরল তার হিসাব করতে পারি কিন্তু যুবক -যুবতি মহান আল্লাহর
ইবাদাত করলে আল্লাহ রব্বুল আলামিন কত নেকি দান করেন তার হিসাব আমি রাখতে পারি না ।

 

 

Sharing Is Caring:

Leave a Comment